আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিপাইনের মধ্যাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ম্যানিলার প্রায় ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাবলায়ান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বুধবার পুলিশ একথা জানিয়েছে।
আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনো জানান, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি রাজধানী ম্যানিলা যাচ্ছিল। উদ্ধার কর্মীরা গাড়িটি থেকে হতাহতদের উদ্ধার করেছে। টোলেন্টিনো আরো বলেন, ‘চালক কেন বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিল তা পুলিশ তদন্ত করে দেখছে।’
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

