৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৮

কাপাসিয়ায় গর্ভবতী মায়েদের জন্য এমপির স্মার্ট কার্ড

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি :

বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বলেছেন, কাপাসিয়ায় একজন গর্ভবতী মাও স্বাস্থ্যসেবার বাইরে থাকবে না। কোন গর্ভবতী মাকে আর বিনা চিকিৎসায় মারা যেতে হবে না। তিনি বলেন, একটি এসএমএস দিলেই ঘরের দরজায় পৌঁছে যাবেন স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে সকল গর্ভবতী মায়ের কাছে আমাদের স্বাস্থ্যসেবা কার্ড পৌঁছে গেছে।

১৯ মার্চ সোমবার উপজেলার কড়িহাতা ও সনমানিয়া ইউনিয়নে সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু স্বাস্থ্য স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, সকল ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শেষ হল।

উপজেলায় ১৯ মার্চ পর্যন্ত গর্ভবতী মায়ের সংখ্যা দুই হাজার ৩৪ জনসম্প্রতিগর্ভবতী মায়েদের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম, ডাঃ সেলিনা আক্তার লিপি, সনমানিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মাস্টার, কড়িহাতা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল প্রমুখ।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ