২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৬

৬ এপ্রিল শুভ মুক্তি ‘স্বপ্নজাল’

বিনোদন ডেস্ক:

আগামী ৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এর আগে ‘মনপুরা’ সিনেমা নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন এ নির্মাতা। ‘স্বপ্নজাল’-এ অভিনয় করেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। তার বিপরীতে দেখা যাবে নবাগত ইয়াশ রোহানকে।

সম্প্রতি বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পায় এ ছবিটি। এর আগে প্রিভিউ কমিটির অনুমোদন পায়। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে। সারাদেশে ৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে অতিপ্রতীক্ষিত এ সিনেমা। জানা গেছে, সিনেমাটি প্রবাসী বাঙালিরাও দেখতে পাবেন শিগগির।

এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে মুক্তির খবর নিশ্চিত করার পর নির্মাতা জানান, এর দুই সপ্তাহ পর ২০ এপ্রিল উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সিনেমাটির বিশ্ব পরিবেশক হিসেবে আছে স্বপ্ন স্কোয়ারক্রো। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির মাধ্যমে বেশ কিছু ঢালিউড সিনেমা বিদেশে মুক্তি পেয়ে সাফল্য পেয়েছে।

ডিসেম্বরে প্রকাশ পাওয়া সিনেমাটির ট্রেইলার বেশ প্রশংসিত হয়েছে। ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ৯:১৫ অপরাহ্ণ