১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

হাসিনা একদেশ একদল একনেতার নীতিতে বিশ্বাসী : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের ওপর অবৈধ সরকারের পুলিশ অবাঞ্ছিত অনুপ্রবেশ করছে। পুলিশের নির্যাতনে বর্তমান বাংলাদেশে কেউ ভাল নেই। শহর যেমন ভাল নেই, গ্রামও ভাল নেই, কৃষক-শ্রমিক-ছাত্র-পেশাজীবী কেউই আজ ভাল নেই। শেখ হাসিনা একদেশ একদল ও একনেতার নীতিতে বিশ্বাসী। বহুত্ত্ব মতবাদ দেশ থেকে চিরতরে বিদায় করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

আজ মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শুধু রাজধানীতেই নয় প্রপ্রন্ত অঞ্চলেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমাবেশের ওপর পুলিশ বেপরোয়া হানা দিচ্ছে।
রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাক্ষুধা চরিতার্থ করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে সরাতে সর্বোচ্চ প্রয়াস চালাতে দ্বিধা করছেন না। একদিকে যেমন দেশনেত্রীকে অন্ধকার, জরাজীর্ণ কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অন্যদিকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে বেগম খালেদা জিয়াকে কারাগারে দীর্ঘদিন আটকে রেখে প্রধানমন্ত্রী আত্মতুষ্টি লাভ করতে চাচ্ছেন।

বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়াকে কারাবন্দী করে সরকার মূলত: গণতন্ত্রকেই বন্দী করেছে। ঢাকাসহ বাংলাদেশের কোথাও যেন সরকারের বন্য প্রতিহিংসার অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ না ওঠে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে কোন কর্মসূচির উপরও পুলিশ সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে, নেতাকর্মীদেরকে হত্যা ও অদৃশ্য করাসহ গুরুতর জখম ও নির্বিচারে গ্র্রেফতার করছে।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।

তিনি এসব গ্রেফতার ও পুলিশী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ৯:১২ অপরাহ্ণ