১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

কঠোর আন্দোলনের ইঙ্গিত দিলেন মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘খুব বেশিদিন শান্তিপূর্ণ আন্দোলনে থাকছে না বিএনপি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি দেখা যাক সেটা কত দিন করা যায়। কারণ একটা পর্যায়ে দেশের মানুষ শান্তিপূর্ণ কর্মসূচি চাইবে না।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় মওদুদ এসব বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

বিএনপি নেতা বলেন, ‘আর কত দিন আর আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবে? একটা সময় আসবে মানুষ শান্তিপূর্ণ আন্দোলন পছন্দ করবে না। তখন বাধ্য হয়ে আমাদের তাদের সঙ্গে থাকতে হবে। তাই এ টুকু বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র মানুষের বেঁচে থাকার অধিকার আবারও ফিরে আসবে।’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন স্থগিত করেছে। এ নিয়ে কোনো মন্তব্য করব না। কারণ সুপ্রিম কোর্ট যেহেতু দেশের উচ্চতর আদালত আমরা পছন্দ করি আর না করি রায় আমাদের মেনে আইনি লড়াই চালিয়ে যেতে হবে।’

ব্যারিস্টার মওদুদ আরও বলেন, ‘প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর করে পদত্যাগে বাধ্য করায় এখন দেশের কোনো বিচারপতির মুক্ত মনে বিচার করার সাহস নেই। এই সরকারের আমলে যদি বাংলাদেশের সব চাইতে বড় কোনো ক্ষতি হয়ে থাকে সেটা হলো বিচার বিভাগের স্বাধীনতা হরণ। তাই ইতিহাসে এ সরকার কলঙ্কিত হয়ে থাকবে।’

সাবেক এ মন্ত্রী বলেন, সরকার জানে খালেদা জিয়াকে মুক্তি দিলে গণজোয়ার সৃষ্টি হবে বাংলাদেশে। তাই যত দিন যাবে সরকারই ততই চেষ্টা করবে তাঁকে কারাগারে রাখার জন্য। কিন্তু কারাগারে খালেদা জিয়াকে বেশিদিন রাখা সম্ভব হবে না। রাজনীতিবিদ হিসেবে এটা তাঁর চ্যালেঞ্জ। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়ার কারামুক্তি যতই বিলম্বিত হবে ততই তাঁর জনপ্রিয়তা দিন দিন বাড়বে।

আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২০, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ