অনলাইন ডেস্ক:
ফিলিপাইনের সামরিক কর্তৃপক্ষ রোববার (২৮ মে) জানিয়েছে, দেশটির দক্ষিণের একটি শহরে ইসলামিক জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত ৮৫ জন নিহত হয়েছে।
ফিলিপাইনের দক্ষিণে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত জঙ্গিদের সংখ্যা বাড়তে থাকায় সেখানে গত মঙ্গলবার (২৩ মে) থেকে মার্শাল ল জারি করেছে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। সামরিক কর্তৃপক্ষ বলেছে, মুসলিম অধ্যুষিত মারাউই শহরের একটি বিশ্ববিদ্যালয়ের নিকটে জঙ্গিরা ৩ জন নারী এবং এক শিশুসহ ১৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। মূলত নিরাপত্তা বাহিনী আইএসের স্থানীয় নেতা ইসনিলন হ্যাপিলনকে গ্রেফতার করার পরই মারাউই শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বন্দুকধারী জঙ্গিরা একটি চার্চ থেকে একজন পাদ্রী এবং ১৪ জনের মতো মানুষকে জিম্মি করে আইএসের পতাকা উত্তোলন করে। পরবর্তীতে তারা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।
দেশটির সেনা কর্তৃপক্ষ শনিবার (২৭ মে) ঘোষণা করেছে পবিত্র রমজান মাসে জঙ্গিরা বোমা হামলা চালাতে পারে।
সূত্র: এএফপি
দৈনিক দেশজনতা/এমএম