নিজস্ব প্রতিবেদক:
বাসা বাড়িতে কারও অসচেতনতার কারণে এডিস মশার প্রজনন হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে শাস্তি দেয়ার ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি হতে পারে কারাদণ্ড ও।
সোমবার দুপুরে নগর ভবনে এডিস মশার বিস্তার রোধে করণীয় ঠিক করতে বিশেষ বৈঠকে শেষে এ কথা জানান তিনি।
মেয়র জানান, মঙ্গলবার নগরবাসীর উদ্দেশে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এতে রাজধানীর বাসিন্দাদের নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হবে। পরিত্যক্ত পানির পাত্র, যাতে এডিস মশা বংশ বিস্তার করতে পারে, রাখা যাবে না।
মেয়র সাঈদ খোকন আরও জানান, আগামী ৮ এপ্রিল থেকে মশার ‘প্রজননক্ষেত্রের’ সন্ধানে বাড়িতে বাড়িতে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত। যদি কারও বাড়ির সীমানার ভেতরে এমন কিছু পাওয়া যায়, তবে সেই বাড়ি বা হোল্ডিংয়ের মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে।
এ সময় মেয়র দৃঢ়কণ্ঠে বলেন, নগরবাসী কোনো বিব্রত অবস্থায় পড়ুক, এটা কারোরই কাম্য নয়। তবে মশার বিস্তার রোধে এই কার্যক্রম শক্ত হাতে পরিচালনা করা হবে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

