১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

জাফর ইকবালকে ছুরিকাঘাত: ফেরিওয়ালা সোহাগ ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সোহাগ নামে এক কাপড় ফেরিওয়ালাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম বিচারক সাইফুজ্জামান হিরো কাপড় ফেরিওয়ালা সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার রাতে সিলেট নগরীর কালীবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ সুনামগঞ্জের ধীরাই উপজেলার উমেদনগর এলাকার সাদেকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, জাফর ইকবালকে হামলাকারী ফয়জুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিলেন সোহাগ তাকে জঙ্গিবাদী কাজে উদ্বুদ্ধ করেছেন। পরে রবিবার সোহাগকে আটক করা হয়।

সোমবার সোহাগকে আদালতে হাজির করেন জালালাবাদ থানার ওসি এবং মামলার তদন্তকারী ওসি শফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালে উপর হামলা চালায় ফয়জুল। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে ফয়জুলের বাবা আতিকুর রহমান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে ও ফয়জুলের মামা ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়।

একই মামলায় ফয়জুলের মা মিনারা বেগমকেও দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফয়জুলের ভাই এনামুল হাসানকে গত ১৩ মার্চ ৮ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ৬:২৬ অপরাহ্ণ