১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মু. জিয়াউল হক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মু. জিয়াউল হক। এর আগে তিনি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রটি আরো জানায়, দুই মাসেরও বেশি সময় শূন্য থাকার পর ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। মু. জিয়াউল হকসহ সম্ভাব্য তিনজনের নাম উল্লেখ করে কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী জিয়াউল হককে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছেন। সেই সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। সোমবারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ৬:১৫ অপরাহ্ণ