২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৪৩
BARCELONA, SPAIN - MARCH 18: Lionel Messi of FC Barcelona celebrates after scoring his team's second goal during the La Liga match between Barcelona and Athletic Club at Camp Nou on March 18, 2018 in Barcelona, Spain. (Photo by Alex Caparros/Getty Images)

মেসির জাদুতে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুতে মৌসুমের ২৩তম জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রোববার ক্যাম্প ন্যুতে আতলেতিকো বিলবাওর বিপক্ষে ২-০ গোলর জয় তুলে নিয়েছে কাতালিয়ানরা। বার্সেলোনার হয়ে গোল দুইটি করেছেন পাকো আলকাসের ও মেসি।

এদিন ঘরের মাঠে টেবিলের ত্রয়োদশ স্থানে থাকা বিলবাওর বিপক্ষে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে বার্সেলোনা। দারুণ এক আক্রমণে আলকাসের গোলে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ১৪তম মিনিটেই এ ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু ফিলিপে কৌতিনিয়োর শট প্রতিপক্ষের পোস্টে লেগে জালে ঢুকতে ব্যর্থ হয়। ম্যাচের ৩০তম মিনিটে লা লিগার এবারকার মৌসুমের ২৫তম গোল করে অবশেষে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এর ৫ মিনিট পর আবার গোল করতে ব্যর্থ হন কৌতিনিয়ো।

এ জয়ের ফলে ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই থাকল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৯ ম্যাচে ৬৪। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৯, ২০১৮ ১০:০৩ পূর্বাহ্ণ