২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৩৮

খাদেম হত্যার দায়ে সাত জনের ফাঁসির রায়

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে হত্যার দায়ে সাত জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। তিন বছর আগে রহমত আলীকে খুন করা হয়। দণ্ডপ্রাপ্ত সবাই উগ্রবাদী। এর মধ্যে নব্য জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাও রয়েছেন।
তবে নব্য জেএমবির আরেক নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীসহ এ মামলার অপর ছয় আসামিকে আদালত খালাস দিয়েছেন। রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশচন্দ্র সরকার রোববার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরীফের খাদেম রহমত আলীকে (৬০) ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ৬:৩৫ অপরাহ্ণ