২২শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:১২

পূর্ব ঘৌতায় বিমান হামলা : নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতায় সরকারি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। আর এ হামলায় অন্তত ৩০ জন নিহত হন।
শনিবারের এ হামলায় আরো কয়েক ডজন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা।

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, বেসামরিক লোকজন শহরটি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।-খবর আল জাজিরার।
অবরুদ্ধ শহরটিতে আসাদ বাহিনীর মাসব্যাপী বিমান হামলায় গত কয়েক দিনে হাজার হাজার লোক পালিয়ে অন্যত্র চলে গেছেন।
প্রাণঘাতী বোমাবর্ষণের মুখে শনিবারেই অন্তত ১০ হাজার লোক পালিয়ে গেছেন। কাফরবান্টা জেলায় শুক্রবারের হামলায় ছয় শিশুসহ ৪৬ জন নিহত হয়েছেন।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ৩:৫৮ অপরাহ্ণ