স্পোর্টস ডেস্ক:
ক্রমেই জনপ্রিয়তা হারাতে শুরু করেছিলো টেস্ট ক্রিকেট। সেই ধারা অব্যাহত আছে এখনো। কিন্তু আইসিসি সব সময়ই চেষ্টা করছে টেস্ট ক্রিকেটকে নতুন প্রজন্মের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরতে। এই উদ্দেশ্যেই তিন বছর আগে যাত্রা শুরু করে দিবারাত্রির টেস্ট। তবে উপমহাদেশে এখনো দিবারাত্রির টেস্ট হয়নি। কিন্তু মনে হয় না আর বেশি অপেক্ষা করতে হবে।
ভারত এর মধ্যেই ঘরের মাঠে দিবারাত্রির টেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। দিনক্ষণ অবশ্য চুড়ান্ত হয়নি এখনো। ধারণা করা হচ্ছে এ বছরের অক্টোবরেই প্রথমবারের মতো দিন-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে ভারতে। ঐতিহাসিক ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হতে পারে রাজকোট অথবা হায়দরাবাদে। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ক্রীড়া সূচির সভা থেকে এমন খবরই এলো। সভায় সিদ্ধান্ত হয়েছে ক্যারিবীয়দের সঙ্গে দুই টেস্ট সিরিজের একটি হবে লাল বলে, অন্যটা গোলাপি বলে। এখন অপেক্ষা শুধু দেশটির সর্বোচ্চ আদালতে নিযুক্ত প্রশাসক কমিটির অনুমোদনের।
দৈনিকদেশজনতা/ আই সি