১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৬

গ্রিসে নৌকাডুবিতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

গ্রিসের একটি উপকূলে নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গত শনিবার (১৭ মার্চ) তুরস্ক সীমান্তে গ্রিসের আগাথোনিসি দ্বীপের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকাটিতে মোট ২২ জন আরোহী ছিল। তবে তারা ঠিক কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রিক কোস্টগার্ড জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ১০:১৮ পূর্বাহ্ণ