অনলাইন ডেস্ক :
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ১৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে। শনিবার রাতে নেপালে বাংলাদেশ দূতাবাসের দেয়া তালিকায় ১৭ বাংলাদেশির লাশ শনাক্তের কথা জানানো হয়। এনিয়ে এখন পর্যন্ত এ দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে ২৮ লাশ শনাক্ত হয়েছেন। বাকিদের মধ্যে ১০ জন নেপালি ও একজন চীনের নাগরিক।
শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- ইউএস-বাংলার উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, কেবিন ক্রু খাজা সাইফুল্লাহ, যাত্রী অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, মিনহাজ বিন নাসির, রাকিবুল হাসান, মতিউর রহমান, রফিক উজ জামান, তামারা প্রিয়ন্ময়ী, আকতার বেগম, ইমাম হাসান, এসএম মাহমুদুর রহমান, ফয়সাল আহমেদ, সানজিদা হক, বিলকিস আরা ও মো. নুরুজ্জামান।
নেপালের নাগরিকদের মধ্যে শিলা বাজগাইন, প্রসন্ন পান্ডে, আলজিনা বড়াল, বাল কৃষ্ণ থপা, হরি শংকর পদেল, প্রবীণ চিত্রকর, সঞ্জয় মহরজান, গাইনী কুমারী গুরাং, মিলি মহরজান, রামিমা লিহানীর লাশ শনাক্ত করা হয়েছে। উড়োজাহাজের একমাত্র চীনা যাত্রী জং মিংয়ের লাশও শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা ৭১ জন আরোহী নিয়ে সোমবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে ৫১ জন আরোহী নিহত হন। উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ জন বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই নিহত হয়েছেন। উড়োজাহাজের ক্রুরা সবাই নিহত হন।
দৈনিকদেশজনতা/ এফ আর