১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

গ্যাস সিলিন্ডারে আগুন : শিশুসহ নিহত ৫

সিলেট প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মনাবন্দ এলাকায় একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে অন্তত ৫জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার গভীররাতে এ দুর্ঘটনা ঘটে। সিলেট ফায়ার সার্ভিস অফিস সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়- শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ পাহাড় লাইনের লক্ষ্মনাবন্দ এলাকায় একটি কলোনিতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রুপ নেয়। ফলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

গোলপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, লক্ষনাবন্দ গ্রামের একটি বসতবাড়িতে রোববার ভোরে আগুন লাগে। এতে ঘুমন্ত এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৮, ২০১৮ ৯:৩৮ পূর্বাহ্ণ