১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

মুম্বাইয়ে সেনাবাহিনীর ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মুম্বাই শহরের কোলাবা ডিফেন্স এরিয়ার একটি দপ্তরে আগুন লেগেছে। শনিবার সন্ধ্যায় ওই ভবনটিতে আগুন লাগে বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, খবর এনডিটিভির। দমকলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থলের দিকে ছুটে গেছে বলে জানিয়েছে তারা।

ওই ভবনটি দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় আফগান গির্জার কাছে বলে জানিয়েছে এনডিটিভি। সেখানকার আসাই ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে বলে খবর। দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান তারা।

চারটি ফায়ার ইঞ্জিন ও চারটি ফায়ার ট্যাঙ্কার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন তারা। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই।

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১০:২৩ অপরাহ্ণ