২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০৬

গণতন্ত্র জীবিত থাকলে দেশ ঠিক মতো চলত : নজরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের যদি গণতন্ত্র জীবিত থাকত তাহলে দেশ ঠিক মতো চলত। সরকারকে যদি জনগণের কাছে জবাবদিহিতা করতে হতো তাহলে গণতন্ত্র ঠিক রাখতে বাধ্য হতো।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স রুমে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দেয়া ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
নজরুল বলেন, সরকারি দলসহ সকলেই সভা-সমাবেশ করার অনুমতি পায়। কেবল বিএনপিকে অনুমতি দেয়া হয় না। এর কারণ সরকার আমাদেরকে সমাবেশের অনুমতি দিতে ভয় পায়।
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে অরফানেজ ট্রাষ্ট মামলায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতিমদের মাত্র ২ কোটি টাকা আত্মসাৎ করবেন এটা বিশ্বাস যোগ্য না। এই মামলায় কোনো ডকুমেন্ট নেই, কোনো সাইন নেই তার পরেও কিভাবে সাজা হতে পারে। এই সরকার গণতন্ত্রিক সরকার নয়, শুধু মাত্র ঢাকার সরকার।
তিনি বলেন, ২১ বছর পর যদি তাদের দলের জোয়ার আসতে পারে তাহলে বিএনপিতে কেন আসবে না?
ড্যাবের মহাসচিব অধ্যাপক জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র আর আওয়ামী লীগ এক সাথে চলতে পারে না। এই সরকারের আমলে লুটপাটের সাড়ে ৪ হাজার কোটি টাকাও কিছুই না। এদের কোনো সাজাও হলো না, এদেরকেই গ্রেফতার পর্যন্ত করা হয়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ৭:২৬ অপরাহ্ণ