১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

ফাইনালের আগেই ‘কার পাস’ ছাপিয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে দেশটি আয়োজন করেছে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ ‘নিদাহাস ট্রফি’। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশকে নিয়ে এই টুর্নামেন্টে খুব বেশি আশা ছিল না অনেকেরই। অথচ তারাই শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে উঠে গেছে ফাইনালে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ১৮ মার্চের ফাইনালের জন্য ছাপানো অতিথিদের গাড়ির জন্য ‘কার পাস’ এর ছবি। কিন্তু সেখানে অন্য ফাইনালিস্ট ভারতের সাথে ছিলো শ্রীলঙ্কার নাম! অর্থাৎ, শ্রীলঙ্কার ফাইনাল খেলা নিশ্চিত ধরেই এই পাসটি ছাপিয়েছেন আয়োজকরা। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার শুরুটা দারুণ হয়েছিল।

পরে টানা তিন ম্যাচে হারে স্বাগতিকরা। কিন্তু ফাইনাল নিশ্চিত হওয়ার আগে ‘কার পাস’ ছাপানোর এমন আচরণে বিস্মিত অনেকেই। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাইমুর রহমান দুর্জয় তার ফেসবুক অ্যাকাউন্টে এই ছবিটি দিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, ফাইনাল’।

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১:২৭ অপরাহ্ণ