১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

আসছে অ্যাপলের নতুন কিছু পণ্য

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

সম্প্রতি সফটওয়্যার ও হার্ডওয়্যারের কিছু পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী ৪ জুন থেকে ৮ জুনের মধ্যে আনুষ্ঠানিকভাবে পণ্যগুলো উন্মোচন করা হবে। চলুন জেনে নেওয়া যাক বাজারে আসতে চলা নতুন পণ্যগুলো সম্পর্কে।

অ্যাপল আইপ্যাড: ফেসআইডি ফিচারসহ অ্যাপল আইপ্যাড যাত্রা করতে যাচ্ছে। ফেসআইডি আনলক সিস্টেম ফিচারটি আইফোন এক্স এ ইতোমধ্যে সংযুক্ত রয়েছে।

আইপ্যাড মিনি: তুলনামূলকভাবে সস্তা আইপ্যাড মডেল এটি। ফেসআইডি ফিচারযুক্ত আইপ্যাডের চেয়ে তুলনামূলকভাবে কম শক্তিশালী হবে এই আইপ্যাড। ধারণা করা হচ্ছে এই ধরনের আইপ্যাড গত বছর অ্যাপল উন্মোচন করেছে।

অ্যাপল ম্যাকবুক:  অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি তুলনামূলক কম মূল্যের ম্যাকবুকও অ্যাপলের কনফারেন্সে উন্মোচন করা হবে। বর্তমান ম্যাকবুক এয়ারের কাছাকাছিই এই ম্যাকবুকের মূল্য নির্ধারিত হবে।

এয়ারপডস ২: সাধারণত আইফোনের আনুষঙ্গ হিসেবেই এয়ারপড থাকে। কিন্তু এবার প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে শুধুমাত্র আইপড ২ ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করা হবে।

হোমপড: অ্যাপলের এই কনফারেন্সের মাধ্যমে পরবর্তী জেনারেশনের হোমপ্যাড বাজারে ছাড়তে পারে। এই হাই-ফাই স্পিকারে আভ্যন্তরীণ কিছু আপডেটসহ আরো কিছু ফাংশন থাকবে। গত বছরই কোম্পানিটি এই হোমপ্যাড গ্রাহকদের সামনে তুলে ধরে তবে এই বছরের মাঝামাঝিতে এটি বাজারে আসবে।

অ্যাপল আইওএস ১২:  এই বছরের অ্যাপলের এই কনফারেন্সে অ্যাপল আইওএস ১২ দেখা যাবে। নতুন এই অপারেটিং সিস্টেম আইফোন এবং আইপ্যাড মডেলে বেশকিছু নতুন ফিচার এবং অপটিমাইজেশন থাকবে। এই বছরের শেষের দিকেই এই আইফোন এবং আইপ্যাড ভিভাইসটি বাজারে আসবে।

অ্যাপল টিভিওএস ১২: আইওএস ১২, টিভিওএস এর মতোই টিভিওএস ১২। এতে বড় স্ত্রিনে সহজে ব্রাউজিংয়ের কন্টেন্ট থাকবে। এর সঙ্গে ডিভাইসের অন্যান্য কার্যক্রম সংযুক্ত থাকবে।

অ্যাপল ওয়াচওএস ৫: ওয়াচওএস এর পরবর্তী জেনারেশনকেই বলা হচ্ছে ওয়াচওএস ৫।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ