আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার পূর্বাঞ্চলীয় গোতায় শুক্রবার সকালে রাশিয়ার বিমান হামলায় ১২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এলাকাটি সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গ্রাম। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানায়। উল্লেখ্য, এই যুদ্ধে সিরিয়ান সরকারের প্রধান মিত্র হচ্ছে রাশিয়া।
সংস্থাটি জানায়, শুক্রবার পূর্ব গোতার কাফ বাটনা গ্রামে রাশিয়া বিমান হামলা চালায়। সংস্থার পরিচালক রামি আবদুল রহমান জানিয়েছেন, এ হামলায় যারা মারা গেছেন, তাদের শরীর পুরোটাই ঝলসে গেছে।
বিভিন্ন সংবাদ মাধ্যম মতে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে গোতায় শুরু হওয়া হামলায় এক হাজারেরও বেশি বেসামরিক লোক মারা যান। একটি জরিপে বলা হয়, গোতায় নিহতদের মধ্যে ২৪৫ জন শিশু ও ১৬৫ জন নারীও রয়েছেন।
দৈনিক দেশজনতা /এন আর