আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে ফুটওভার ব্রিজ (পদচারী সেতু) ধসে অন্তত চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ১০ জনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা ছয় থেকে ১০ জন পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পথচারীদের সড়ক পারাপারের সময় এই সেতুটি ধসে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তুপ থেকে চাপা পড়া মানুষদের উদ্ধার করে।
আট লেনের সড়কের উপর এই সেতুটি ভেঙে পড়লে অন্তত আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেতুর নিচে কতো মানুষ চাপা পড়েছে তা নিশ্চিত করে জানানো হয়নি।
তবে মিয়ামির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর প্রধান ডেভ ডাউনির বরাত দিয়ে বলা হয়, এ দুর্ঘটনায় কমপক্ষে চারজন মারা গেছেন। আর ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় কেন্ডাল রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
গত শনিবার স্থাপন করা ১৭৪ ফুট দীর্ঘ সেতুটির ওজন ছিলো ৯৫০ টন।