নাটোর প্রতিনিধি:
বরিশালে ডিবি পুলিশ কর্তৃক ডিবিসির ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্যাতনের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর ফটো জার্নালিস্টস এসোসিয়েশন ও সাংবাদিকদের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। একই দিন সকাল ১১টার দিকে বড়াইগ্রামের বনপাড়াস্থ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, দপ্তর সম্পাদক মাসুদ রানা সোহেল, সাংবাদিক শাহিনূর রহমান, জাহিদুল ইসলাম প্রমূখ। নাটোরে মানববন্ধনে বক্তব্য রাখেন টিভি রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা রনেন রায়, রেজাউল করিম রেজা, ইউনিটির সভাপতি বাপ্পী লাহিড়ী, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারী, সাংবাদিক বুলবুল আহমেদ, মেহেদী হাসান বাবু, ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আহবায়ক শরিফুল ইসলাম শরিফসহ সংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ ও সাংবাদিক সব সময় দেশের জন্য কাজ করে। একজন সাংবাদিক ও ক্যামেরা পারর্সন সমাজের অনিয়ম দুর্নীতি তুলে ধরেন। এজন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। পুলিশের ওপর কোন হামলা বা নির্যাতনের ঘটনা ঘটলে সেই ঘটনাও একজন সাংবাদিকের মাধ্যমে তা বিশ্বব্যাপী জানার জন্য তুলে ধরা হয়। কিন্তু সমাজের দুই একজন পুলিশ প্রশাসনের জন্য দেশের সকল পুলিশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এজন্য সুমন হাসানকে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্ত শাস্তির দাবী জানানো হয়।
দৈনিক দেশজনতা /এন আর