১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

লালপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

লালপুর (নাটোর) প্রতিনিধি :
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ডিজিটাল বাজার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতকরনের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ মার্চ বৃহষ্পতিবার গোপলপুর বাজারে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালপুর কড়ইতলায় বনিক সমিতির কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, সহকারী কমিশনার (ভূমি) মুহাঃ আবু তাহির, জেলা পরিষদ সদস্য ও গোপালপুর বনিক সমিতির সভাপতি বদিউর রহমান বদর, ব্যাবসায়ী ইয়াসির আরাফাত। এছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ৭:০৯ অপরাহ্ণ