১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

প্রোফাইল পিকচার গার্ড: সুরক্ষিত রাখুন আপনার ফেসবুক প্রোফাইল পিকচার

আসুন জানা যাক, ফেসবুক প্রোফাইল পিকচার সুরক্ষিত রাখতে কিভাবে আমরা ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড ব্যবহার করবো।

ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড সক্রিয় করলে ফেসবুক বন্ধু তালিকার বাইরে কোন অপরিচিত ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইল পিকচার ফেসবুক শেয়ার করতে, ডাউনলোড করতে এবং ট্যাগ করতে পারবে না। এছাড়াও অ্যান্ড্রোয়েডে ফেসবুক অ্যাপ ব্যবহার করে কেউ আপনার প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবে না।

এই ফিচারটি সক্রিয় করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারের চারদিকে একটি নীল-সাদা রঙের সিল্ডসহ নীল রঙের বর্ডার যোগ হবে। যা সকলে দেখতে পাবে এবং বুঝতে পারবে আপনার প্রোফাইল ফটো ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড দ্বারা সুরক্ষিত।

কিভাবে ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড সক্রিয় করবেন?

ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড সক্রিয় করতে,

  • আপনার প্রোফাইলে গিয়ে প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
  • প্রোফাইল পিকচারের Options এ ক্লিক করে Turn On Profile Picture Guard ক্লিক করুন।
  • পরবর্তী স্ক্রিনে Save ক্লিক করুন।

 

অ্যান্ড্রোয়েড মোবাইলে ফেসবুক পিকচার গার্ড সক্রিয় করতে,

  • অ্যান্ড্রোয়েড মোবাইলে ফেসবুক অ্যাপ চালু করুন।
  • আপনার অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইল পিকচার ট্যাপ করুন।
  • মেনু তালিকা থেকে Turn On Profile Picture Guard ট্যাপ করুন।
  • পরবর্তী স্ক্রিনে Next ক্লিক করে Save ক্লিক করুন।

নোট: যদি আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ সাম্প্রতিক সংস্করণে হালনাগাদ না থাকে তাহলে হালনাগাদ করে নিন।

এছাড়াও আপনার নিউজফিডে প্রোফাইল পিকচারে বাড়তি ডিজাইন লেয়ার যোগ  করার অপশন পেতে পারেন। প্রোফাইল পিকচারে ডিজাইন লেয়ার যোগ করতে,

  • নিউজফিডের বার্তায় Add a Design to Your Profile Picture ক্লিক করুন।
  • পরবর্তী Add Design স্ক্রিনে পছন্দসই ডিজাইন নির্বাচন করে Next ক্লিক করুন। 

    দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৫, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ