২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪৩

তালিকা থেকে প্রথম ধাপে ৩৭৪ রোহিঙ্গাকে নেবে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী বাংলাদেশের দেয়া ৮ হাজার ৩২ জনের প্রথম তালিকা থেকে যাচাই বাছাই শেষে মাত্র ৩৭৪ জনকে ফেরত নেবে বলে চূড়ান্ত করেছে মিয়ানমার। বুধবার দুপুরে ৩৭৪ জনের একটি তালিকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দেশটি।

রাখাইনে সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাতে বাংলাদেশ প্রথম ধাপে একটি তালিকা দিয়েছিল। তালিকায় থাকা রোহিঙ্গাদের যাচাই-বাছাই করা হবে বলে সেসময় জানিয়েছিল দেশটি। তবে এটি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের তালবাহানা বলেই মনে করেন বিশ্লেষকগণ।

জানা যায়, প্রত্যাবাসন চুক্তি সম্পাদনের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ৮ হাজার ৩২ জনের তালিকা দিয়েছিল বাংলাদেশ। এই তালিকা থেকে যাচাই-বাছাই করে মাত্র ৩৭৪ জনের তথ্য বাংলাদেশকে হস্তান্তর করেছে মিয়ানমার। এই ৩৭৪ জন ৯০টি পরিবারের সদস্য।

চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের জাতিসংঘের কোনও সংস্থার মাধ্যমে ফেরত পাঠাতে হবে। এজন্য বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের শরাণার্থী বিষয়ক দূতাবাস (ইউএনএইচসিআর) এর সঙ্গে প্রত্যাবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করেছে। এটি অতি শিগগির স্বাক্ষরিত হবে জানা গেছে।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ৮:৪৮ অপরাহ্ণ