১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

৩৮ টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ৩৮টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন ভবনে কমিশনের বিশেষ বৈঠক শেষে খসড়া প্রকাশ করা হয়। সীমানা চূড়ান্ত করার পর গেজেট প্রকাশ করা হবে।
দশম সংসদ নির্বাচনের পর গঠিত নতুন উপজেলা ও বিলুপ্ত ছিটমহলকে যুক্ত করে এ ৩৮ আসনের সীমানা পুনর্র্নিধারণের খসড়া প্রস্তুত করেছে সীমানা পুনর্র্নিধারণ কমিটি।
খসড়া অনুযায়ী, ২০১৩ সালে দশম সংসদে আসন যেভাবে ছিল, সেভাবে থাকবে। নতুন উপজেলা ও ছিটমহলগুলো সংসদীয় আসনের সঙ্গে যুক্ত হবে।
এক্ষেত্রে ২০১৩ সালের পর নবগঠিত উপজেলাগুলো যুক্ত করে সীমানা পুনর্র্নিধারণ করা হবে। এ ছাড়া লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার আসনে ছিটমহলের কারণে পরিবর্তন আসবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ২:৩৪ অপরাহ্ণ