দৈনিক দেশজনতা ডেস্ক:
বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসব ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে উদযাপিত হতে যাচ্ছে ‘বসন্ত উৎসব ১৪২৪’। সঙ্গীত একাডেমির আয়োজনে আগামী শনিবার ম্যানচেস্টার শহরের সেইন্ট মেরি ইপিসকোপাল চার্চের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
কবিতা আবৃত্তি, গান ও জাদু প্রদর্শনীর পাশাপাশি সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে। অতিথি শিল্পী হিসেবে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নিউ ইয়র্ক প্রবাসী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী শহীদ হাসান। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে প্রাণের এ উৎসব।
এবারের বসন্ত উৎসব প্রসঙ্গে সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা বলেন, শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতিকে বরণ করতেই প্রতি বছর আমরা বসন্ত উৎসবের আয়োজন করে থাকি। এ সময়ে গাছে গাছে আসে নতুন পাতা। স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর।
বাংলাদেশের নানা ধরনের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়ার জন্যই আমাদের সঙ্গীত একাডেমির এ প্রচেষ্টা বলে উল্লেখ করেন আয়োজকরা।
দৈনিক দেশজনতা/এন এইচ