১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

রাজশাহীতে হেরোইনসহ আটক ১

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। তার নাম ইমদাদুল হক ওরফে বাবু। তিনি উপজেলার সুলতানগঞ্জ দরগাপাড়া এলাকার ফেকন আলীর ছেলে। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে ইমদাদুল হককে তার বাড়ি থেকে আটক করা হয়। র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বাড়িতে হেরোইন রাখার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল ইমদাদুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে হেরোইন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ইমদাদুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘ দিন ধরে হেরোইন ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ