১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

রাশিয়াকে থেরেসা মে’র হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

সাবেক এক রুশ গুপ্তচরের ওপর বিষ প্রয়োগের ঘটনায় রাশিয়াকে দায়ী করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। থেরেসা মে হুমকি দিয়েছেন আজকের (মঙ্গলবারের) মধ্যে মস্কোর কাছ থেকে ব্যাখ্যা না পেলে রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে। আর রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আগে যুক্তরাজ্যকে ঘটনার তলানিতে যেতে হবে। ইংল্যান্ডের স্যালসবেরি শহরে ৪ মার্চ সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে বিষাক্ত নার্ভ গ্যাস প্রয়োগে হত্যার এক চেষ্টার পর ব্রিটেন এবং রাশিয়ার সম্পর্ক বিপজ্জনক মোড় দিয়েছে।
গত এক সপ্তাহ ধরে তদন্তের পর গতকাল (সোমবার) রাতে সংসদে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ঐ বিষের উত্স রাশিয়া। তিনি হুমকি দিয়েছেন মঙ্গলবারের মধ্যে পুতিন সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা না পেলে রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে। অধিকাংশ পর্যবেক্ষকই মনে করছেন, পুতিন এই হুমকিকে কোনো পাত্তাই দেবেন না। ইতিমধ্যেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘রাজনৈতিক সার্কাস’ বলে পরিহাস করেছেন। বিবিসি ও সিএনএন
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ১০:১৯ পূর্বাহ্ণ