১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৭

কুম্ভ’র বিদেশ যাত্রা, বৃষে বৃদ্ধি পাবে অশান্তি

মেষ রাশি: (২১ মার্চ – ২০ এপ্রিল) কোনো শিক্ষকের পরামর্শে আপনি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। ভাগ্য উন্নতিতে বাঁধা বিপত্তি দেখা দেবে। হঠাৎ করেই বিদেশে উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ঝামেলা পূর্ণ হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিকালের দিকে চাকরিজীবীরা কোনো ভালো সংবাদ পেতে পারেন।

বৃষ রাশি: (২১ এপ্রিল – ২১ মে) দিনটি ভালো যাবে না। আজ ক্যামিক্যাল ও মেডিসিনের ব্যবসায়ীরা কোনো প্রকার আইনগত জটিলতায় পড়তে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। সকাল সকালই কোনো পরিচিত জনের মৃত্যুর সংবাদ পেতে পারেন। শেয়ার ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ থেকে সতর্ক থাকবেন। বিকালের দিকে কোনো ধর্মীয় কাজে অংশ নিতে হতে পারে।

মিথুন রাশি: (২২ মে – ২১ জুন) দিনটি বাঁধা বিপত্তিতে কাটবে। অবিবাহিতদের হুট করে বিয়ের কথাবার্তায় বাধা বিপত্তি দেখা দেবে। জীবন সাথীর মানসিক অবস্থা ভালো থাকবে না। ব্যবসায়িক অবস্থানের পরিবর্তন করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হবে। ব্যবসায়িক অংশিদারদের সাথে কোনো আলোচনা অসমাপ্ত থেকে যাবে।

কর্কট রাশি: (২২ জুন – ২২ জুলাই) জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে। কর্মস্থলে কোনো সহকর্মীর দ্বারা ক্ষতি হবার আশঙ্কা দেখা যায়। কাজের লোকের উপর নজর রাখুন। আপনার মূল্যবান দ্রব্য সামলে রাখুন। আজ কারো সাথে কোনো প্রকার দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। বিকালের দিকে ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন।

সিংহ রাশি: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শিল্পী ও কলাকুশলীদের দিনটি নানা মুখি ঝামেলায় কেটে যাবে। অভিনয় শিল্পীদের কাজ কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। রোমান্টিক যোগাযোগে বাধা বিপত্তি দেখা দেবে। প্রেমিক- প্রেমিকাদের আজ দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। সন্তানের পড়াশোনার চাপ বিষয়ে চিন্তিত হতে পারেন। বিকালের পর শরীর কিছুটা খারাপ হতে পারে। কাজের লোকের উপর নজর রাখুন।

কন্যা রাশি: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) কর্মস্থল থেকে কোনো যানবাহন পেতে পারেন। তবে ক্ষেত্রে কোনো ঝামেলা হতে চলেছে। প্রত্যাশা পূরণে বাঁধা বিপত্তির যোগ প্রবল। মায়ের শরীর ভালো যাবে না। গৃহ ভূমি সংক্রান্ত ঝামেলা বৃদ্ধি পাবে। হঠাৎ করেই কোনো আত্মীয়র সাথে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। বাল্যবন্ধুর সাথে কোনো প্রকার ঝামেলা হবে। বিকালে প্রেম ও রোমান্সে ভালো ফল পাবেন। সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন।

তুলা রাশি: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) বস্ত্র ও স্বার্ণালঙ্কার বিক্রয়ের যোগ প্রবল। বিদেশ থেকে কোনো হতাশাজনক সংবাদ পেতে পারেন। আজ সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাথে কোনো প্রকার বাদানুবাদ হতে পারে। গাড়ির চালকদের আয় রোজগারে সতর্ক হতে হবে। বিকালে কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

বৃশ্চিক রাশি: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে না। শেয়ার ব্যবসায়ী ও ফরেক্স ট্রেডারদের আকষ্মিক লোকসানের আশঙ্কা প্রবল। বকেয়া টাকা আদায় করতে ঝামেলার সম্মূখীন হতে হবে। বাড়িতে কোনো আপ্যায়ণের আয়োজন করতে হতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় ঝামেলার যোগ দেখা যায়। ছোট ভাই বোনের সাথে বিকালের পর কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে।

ধনু রাশি: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) সম্মান মর্যাদা ও ক্ষমতা হ্রাস পাবে। কর্মস্থলে কোনো ঝামেলার সম্মূখীন হতে পারেন। শনির প্রভাবে জীবন সাথীর সাথে কিছু বাদানুবাদ হবার আশঙ্কা রয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। রাজনৈতিক নেতাকর্মীদের গণসংযোগে সফলতা আসতে পারে। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে কিছু বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। বিকালের দিকে বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা প্রবল।

মকর রাশি: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) অনাকাঙ্খীত ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। দূরের যাত্রায় যান্ত্রিক গোলোযোগের কারণে সময় মতো পৌঁছাতে সমস্যা হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি। প্রবাসীদের কেউ আবার দেশে প্রিয়জনের কাছে আসতে পারেন। বাড়িতে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটির কারণে ব্যয় বৃদ্ধি পাবে। বিকালের পর সময় কিছুটা অনুকূল হয়ে উঠবে। ব্যয় সঙ্কোচনে সক্ষম হবেন।

কুম্ভ রাশি: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) বাড়িতে বড় ভাই বোনের আগমনে আপনি আনন্দ পাবেন। ব্যবসা ক্ষেত্রে বকেয়া টাকা আদায়ে কিছু প্রশাসনিক ঝামেলা দেখা দেবে। ঠিকাদারী কাজে নতুন কাজের অর্ডার পেতে পারেন। তবে আজ আপনার বন্ধু ভাগ্য বলবান নয়। আজ বন্ধুদের সাহায্য আশা করা বৃথা। চাকরিজীবীদের আয় রোজগারে ঝামেলা দেখা দেবে। বিকালের পর বিদেশ যাত্রার যোগ প্রবল।

মীন রাশি: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) দিনটি ভালো যাবে। কর্মস্থলে আপনার কোনো উন্নতি হতে পারে। প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের সময় তুলনামূলক খারাপ যাবে। কোনো সাংগঠনিক কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে কিছু বকেয়া টাকা আদায়ে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হতে পারে। চাকরিজীবীরা পদস্ত কর্মকর্তাদের আনুকূল্য পেতে পারেন। বিকালে কোনো বন্ধুর সাহায্য পাবেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ