২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০২

সৌদি আরবে দুর্নীতি তদন্তে ট্রাইব্যুনাল গঠন

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে দুর্নীতি দমনের লক্ষ্যে অভিযান পরিচালনার পর এবার একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। দেশের দুর্নীতির মামলাগুলো তদন্ত ও বিচারের জন্য বিশেষায়িত দুর্নীতি দমন ইউনিট গঠন করেছে দেশটি। সৌদি প্রেস এজেন্সি রোববার বাদশাহ সালমানের এ সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করেছে।

দেশ ও তার সম্পদের পাশাপাশি জনগণের অর্থের সুরক্ষা ও কর্মসংস্থানের ধারাবাহিকতা রক্ষায় সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে বাদশাহর যুদ্ধ ঘোষণার পর এমন সিদ্ধান্ত সামনে এলো। এর আগে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে দেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১০ হাজার কোটির বেশি মার্কিন ডলার জরিমানা আদায় করেছে দেশটি। জরিমানা আদায় করা অর্থের মোট পরিমাণ ১০ হাজার ৬৭০ কোটি মার্কিন ডলার। এ জরিমানার মধ্যে নগদ অর্থের পাশাপাশি স্থাবর সম্পত্তি, ব্যবসায়িক মালিকানাসহ অন্যান্য সম্পত্তিও রয়েছে।

গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযানে ১৭ জন প্রিন্সসহ রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য, বর্তমান ও সাবেক মন্ত্রী এবং দেশের শীর্ষ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং, ঘুষ নেয়াসহ বিভিন্ন অভিযোগ ছিল। তবে সরকারের সঙ্গে আর্থিক সমঝোতায় রাজি হওয়ার পর বেশিরভাগ বন্দিকেই ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মোজেব বলেন, সৌদিতে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে কমপক্ষে ১০০ বিলিয়ন পাউন্ড অপব্যবহার হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ১:৪৪ অপরাহ্ণ