লাইফ স্টাইল ডেস্ক:
ব্র্যান্ডেড পোশাক পরতে তো ভালোই লাগে। তাই বলে রোজ কলেজ, অফিসে! সাধারণ মানুষের পক্ষে একটু চাপেরই। সেলের সময় না হয় কেনা গেল। কিন্তু বাকি সময়! নতুন জামা কাপড় না কিনে বসে থাকবেন! তা হয় নাকি! তার চেয়ে বরং সারা বছর প্রয়োজন মতো শপিং করুন। সাধ্যের মধ্যেই। তার পর সেগুলোকে বানিয়ে ফেলুন এক্সক্লুসিভ।
পোশাক যেমনই হোক, হাতে থাক এক দামি ব্যাগ। সংগ্রহে একটা থাকলেও ক্ষতি নেই। একঘেয়ে লাগলে ব্যাগে জড়িয়ে নিন স্কার্ফ। চেহারাই বদলে যাবে।
শীতকালে অসংখ্য পার্টি। অথচ পার্টিতে পরার পোশাক হাতেগোনা। খাটো ঝুলের পোশাকের ওপর চাপিয়ে নিন ব্লেজার। অন্য রকম দেখাবে।
ম্যাড়ম্যাড়ে পোশাক হলে, হাতে থাক সোনালি ক্লাচ।
সব থেকে বেশি কাজে আসবে কিন্তু হাই হিল। পায়ে পরলে যে কোনো পোশাকই দামি লাগতে বাধ্য।
পোশাক একটু বেশি পুরনো হয়ে গেলে, মাথায় বাঁধুন হেডব্যান্ড। বেশ একটা বোহেমিয়ান লুক আসবে।
টিশার্ট বা শার্ট থাকুক সাধারণ। কিন্তু তার সঙ্গে গলায় পরুন জাঙ্ক জুয়েলারি। বা হাতে থাক অন্য রকম একটা ঘড়ি। পোশাক ছাপিয়ে নজর যাবে তাতেই।
পোশাক গায়ের মাপের হওয়াটা জরুরি। কেনার সময় যদি নাও থাকে, পরে দরজিকে দিয়ে করিয়ে নিন।
পার্টিতে যাচ্ছেন। পোশাকটা হয়তো খুবই সাদামাটা। ঘাবড়াবেন না। লাল বা পোশাকের সঙ্গে মিলিয়ে গাঢ় রংয়ের লিপস্টিক পরুন। চোখে দিন কাজল। বাকি সবাই তখন আপনার কাছে ফিকে।
এক রংয়ের গাউন বা হাঁটু ঝুলের পোশাক! দেখতে একটু একঘেয়ে লাগছে! তাহলে কাঁধের কাছে একটা ব্রোচ সেঁটে নিন। ইমেজটাই পাল্টে যাবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

