২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৯

আফগানিস্তান-বাংলাদেশ লড়াই আজ

স্পোর্টস ডেস্ক:

এশিয়ন গেমস হকির বাছাইয়ে বিকেলে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওমানে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে এটি শেষ ম্যাচ বাংলাদেশের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। বাছাই পর্বে থাইল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে নিজেদের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হংকংকে ৫-১ গোলে হারিয়ে দিয়ে আগেই সেমি ফাইনার নিশ্চিত করেছে রাসেল মাহমুদ জিমিরা। একই সঙ্গে মূল পর্বও।

অন্যদিকে ২ ম্যাচে ৪২ গোল হজম করেছে আফগানিস্তান। দিয়েছে এক গোল। বাংলাদেশ তাই এ ম্যাচ নিয়ে ভাবছে না। আগস্টে ইন্দোনেশিয়ায় বসবে এশিয়ান গেমসের ১৮তম আসর যা এশিয়াড নামে পরিচিত। ওমানে অনুষ্ঠিত এই বাছাই পর্ব থেকে ৫ দল এশিয়ান গেমসের মূল পর্বে খেলার সুযোগ পাবে। র‌্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা ছয় দল খেলবে সরাসরি। আট দলের বাছাই পর্বে গ্রুপ ‘বি’ তে রয়েছে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বাংলাদেশ বাছাই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৯:৫২ পূর্বাহ্ণ