২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫৩

অ্যাঙ্কেলের চোটে মাঠের বাইরে হ্যারি

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ৪-১ ব্যবধানে দল জিতলেও টটেনহাম হটস্পারের কোচ পচেত্তিনোর কপালে চিন্তার ভাজ। কারণ ওই ওই ম্যাচে খেলার সময় অ্যাঙ্কেলে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টটেনহামের সেরা তারকা হ্যারি কেনকে।

বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটের সময় ডান পা মচকে যায় কেনের। চোট গুরুতর হওয়ায় তার পরিবর্তে এরিক লামেলাকে মাঠে নামান কোচ। ইনজুরিতে পরে গত মৌসুমে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল কেনকে। এবার দারুণ খেললেও সদ্য পাওয়া চোটের কারণে তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হয় তা জানা যাবে পরীক্ষার পর।

বোর্নমাউথের গোলরক্ষক আসমির বেগোভিচের সঙ্গে সংঘর্ষে অ্যাঙ্কেলে চোট পান কেন। তার ইনজুরি নিয়ে টটেনহামের আর্জেন্টাইন কোচ পচেত্তিনো স্কাই স্পোর্টসকে জানান, ‘তার ডান পায়ের লিগামেন্টে সম্ভবত চির ধরেছে। গেল মৌসুমে সান্ডারল্যান্ডের বিপক্ষেও একই রকম ইনজুরিতে পড়েছিল সে। ফলে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবে এবারের বিষয়টি পরীক্ষা শেষে নিশ্চত হওয়া যাবে। আমরা উদ্বিগ্ন তবে এর জন্য অপেক্ষা করতে হবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ২:২৬ অপরাহ্ণ