১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

নকিয়া স্মার্টওয়াচের দাম কমলো

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

দুই মডেলের স্মাটওয়াচের দাম কমিয়েছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। মডেল দুটি হলো নকিয়া স্টিল এবং স্টিল এইচআর। জিএসএম এরিনা জানিয়েছে, বাজারে স্মার্টওয়াচের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় নকিয়া। এজন্য দুই মডেলের স্মার্টওয়াচের দাম কমিয়েছে নকিয়া। এগুলো নকিয়ার হাইব্রিড স্মার্টওয়াচ।

নকিয়া স্টিল স্মার্টওয়াচটির পূর্বের দাম ছিল ১২৯.৯৫ ডলার। এটি এখন বিক্রি হচ্ছে মাত্র ৯৯.৯৫ ডলারে। অন্যদিকে নকিয়া স্টিল এইচআর মডেলটির দাম কমে এখন দাঁড়িয়েছে ১৫১.৯৬ ডলারে। এর পূর্বমূল্য ছিল ১৮৯.৯৫ ডলার।

গত বছর নকিয়া এই স্মার্টওয়াচ দুইটি বাজারে আনে। নকিয়ার মালিকানাস্বত্ব এইচএমডি গ্লোবাল কিনে নেয়ার পর স্মার্টফোন ও ফিচার ফোনের পাশাপাশি স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্যান্ড তৈরিতে মনোনিবেশ করে। যদিও নকিয়া ডিভাইসের আগের সেই একচেটিয়া বাজার নেই। তারপরও বাজারে ভালো একটা অবস্থানে আছে নকিয়া। বাজারে গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য মতে, নকিয়ার আগের সেই ব্র্যান্ডভ্যালুর এখনও আনেকটা বজায় রয়েছে। আর তাইতো এখনও ক্রেতারা নকিয়ার তৈরি ডিভাইস কিনছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১:০৩ অপরাহ্ণ