১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

রুয়ান্ডার গির্জায় বজ্রপাতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

রুয়ান্ডার একটি গির্জায় বজ্রপাতে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক লোক আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয় মেয়র হাবিতেগেকো ফ্রান্সিসকো।
গত শুক্রবারও একই এলাকায় বজ্রপাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকি ১৪০ জনকে স্থানীয় হাসপাতাল ও স্বস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিবিসি
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১১:২৬ পূর্বাহ্ণ