অনলাইন ডেস্ক :
ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি ‘খাতামুল আম্বিয়া’র প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, কয়েকটি আরব দেশকে নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নেমেছে। তবে ইরানের শক্তি-সামর্থ্য ভালোভাবে উপলব্ধি করেছে ইসরায়েল। তারা বুঝে গেছে ইরানের সঙ্গে সংঘাত সহ্যের ক্ষমতা তাদের নেই।
মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান পর্যালোচনা বিষয়ক এক বৈঠকে স্থানীয় সময় রবিবার তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল রাশিদ আরো বলেন, ইরান মধ্যপ্রাচ্যে আইএস সন্ত্রাসীদের পরাজিত করার মাধ্যমে সিরিয়া ও ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে। এর পাশাপাশি সামরিক ও নিরাপত্তা হুমকির মোকাবেলায় ইরানের শক্তি ও সামর্থ্য বেড়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি ও প্রভাব বাড়ার ফলে শত্রুদের জন্য ইরান বিরোধী তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে।
দৈনিকদেশজনতা/ এফ আর