১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

দিবালার গোলে শীর্ষে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক:

মৌসুমের শুরুতে দারুণ ফর্মে ছিলেন পাওলো দিবালা। কিন্তু হঠাৎই ছন্দপতন। লিগ জমে উঠতে না উঠতেই ফর্ম হারিয়ে ফেলেন তিনি। তবে ফের ছন্দে ফিরেছেন দিবালা। এর সুফলও পাচ্ছে জুভেন্টাস। টটেনহামের বিপক্ষে তার দুর্দান্ত গোলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। এবার এ আর্জেন্টাইন ফরোয়ার্ডের জোড়া গোলে সিরিআয় উদিনেজেকে ২-০ ব্যবধানে হারিয়েছেন তুরিনের ওল্ড লেডিরা।

রোববার ঘরের মাঠে শুরু থেকেই উদিনেজেকে চেপে ধরে জুভেন্টাস। এগিয়ে যেতেও সময় লাগেনি। ২০ মিনিটে দিবালার নৈপুণ্যে লিড পায় দলটি। প্রায় ২২ গজ দূর থেকে হৃদয়ছোঁয়া ফ্রি-কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। এর পর একাধিক আক্রমণ শানালেও গোল পায়নি জুভেন্টাস। ফলে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে চেনা ছন্দেই দেখা যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ফলে ক্ষণিকের মধ্যেই ব্যবধান বাড়ে। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই দিবালা। এবার বলের জোগানদাতা গঞ্জালো হিগুয়েইন। জাতীয় দলের সতীর্থ ফরোয়ার্ডের পাস ধরে গোলটি করেন আর্জেন্টাইন তরুণ সেনসেশন। এ নিয়ে চলতি লিগে দিবালার গোলসংখ্যা দাঁড়াল ১৭টি। ছন্দে ফেরার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন তিনি। পরে কিছুটা আয়েশি মেজাজে খেলে জুভেন্টাস। সাইড বেঞ্চ বাজিয়ে নেন ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন ইতালি চ্যাম্পিয়নরা।

এ জয়ে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে জুভেন্টাস। এতে দ্বিতীয় স্থানে নেমে গেছে শিরোপার রেসে থাকা নাপোলি। ২ পয়েন্ট কম নিয়ে দীর্ঘদিন পর সিরিআ জেতার দৌড়ে রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার এক সময়ের চ্যাম্পিয়ন দল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ৯:৫৩ পূর্বাহ্ণ