১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

মাহমুদউল্লাহর জরিমানা, দুই ম্যাচ নিষিদ্ধ চান্দিমাল

স্পোর্টস ডেস্ক:

নিদাহাস ট্রফিতে শ্রীলংকার দেয়া রানের পাহাড় ডিঙিয়ে জয় পায় টাইগাররা। মুশফিকুর রহিমের বীরত্বে ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে অবিস্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ক্রিকেটে ২১৪ রানচেজ করে রেকর্ড জয়ে নতুন ইতিহাস গড়ে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে এমন হারের পর আরও বড় দুঃসংবাদ শুনতে হলো শ্রীলঙ্কার সমর্থকদের। বাংলাদেশের বিপক্ষে গুরুতর স্লো-ওভার রেটের কারণে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

এদিকে স্লো-ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্লো-ওভারের জন্য মাহমুদউল্লাহকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া দলের অন্য সদস্যদের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নির্ধারিত ওভারের চেয়ে এক ওভার বেশি করেছে বাংলাদেশ। তাই আইসিসি’র ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী মাইনর ওভার-রেট শাস্তি পেয়েছে বাংলাদেশ। ১২ মাসের মধ্যে তার নেতৃত্বে আবারও এমন অপরাধ হলে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন মাহমুদউল্লাহ।

স্লো-ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এ জন্য মাহমুদউল্লাহকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া দলের অন্য সদস্যদের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নির্ধারিত ওভারের চেয়ে এক ওভার বেশি করেছে বাংলাদেশ। তাই আইসিসি’র ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী মাইনর ওভার-রেট শাস্তি পেয়েছে বাংলাদেশ। ১২ মাসের মধ্যে তার নেতৃত্বে আবারও এমন অপরাধ হলে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন মাহমুদউল্লাহ।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ৮:১৯ অপরাহ্ণ