১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

পূরণ হতে যাচ্ছে ইলিয়াছ কাঞ্চনের স্বপ্ন

বিনোদন ডেস্ক:

স্বপ্নটা ধীরে ধীরে দেখেছেন তিনি, এটাই তার ধরণ। সড়ক দুর্ঘটনায় স্ত্রী মৃত্যুর পর নিজ উদ্যোগেই দীর্ঘ ২৫ বছর যাবৎ ‘নিরাপদ সড়ক চাই’ নামে আন্দোলন করেছেন। আর এই কাজই পর্দার নায়ককে বাস্তবে নায়ক বানিয়েছে। তার স্বীকৃতি সরূপ এবার একুশে পদকও পেয়ছেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন।

এবার আরেকটি স্বপ্নপূরণ করতে যাচ্ছেন এই জনমানুষের নায়ক। আর এই স্বপ্নটাও দেখেছিলেন এখন থেকে প্রায় ১৮ বছর আগে। ২০০০ সালে নিজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ চলচ্চিত্র ‘মুন্না মাস্তান’ মুক্তি দেন তিনি। সেই ছবি থেকে যে আয় হয় তা দিয়ে একটি জমি কিনে রেখেছিলেন তিনি। স্বপ্ন দেখেছিলেন হাসপাতাল গড়বেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল একটি হাসপাতাল নির্মাণের। কাজটি শুরু করতে পেরে ভালো লাগছে। বর্তমানে হাসপাতালটির ডিজাইন হচ্ছে। এরপর অনুমতির জন্য কাগজপত্র জমা দেওয়া হবে। অনুমতি মিলে গেলেই পুরোদমে কাজ শুরু করব।

ঢাকার আশুলিয়ায় প্রায় দুই বিঘা জমির ওপর এটি গড়ে তোলা হবে। তার প্রয়াত স্ত্রীর নামে এটির নাম হবে ‘জাহানারা কাঞ্চন মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল’।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ৫:০৪ অপরাহ্ণ