ঠাকুরগাঁও প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেয়া হয়। রোববার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আ. খালেক (৩৮) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, আ. খালেকের সঙ্গে একই গ্রামের শাহ আলমের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
গত ২০১২ সালের ৯ আগস্ট শাহ আলমের বাবা আ. হক ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় আ. খালেক ছুরি দিয়ে তার বুকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তির পর আ. হক মারা যান।
পরে রাতে শাহ আলম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় আ. খালেককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বালিয়াডাঙ্গী থানার এসআই আনোয়ারুল মামলার তদন্তভার গ্রহণ করে ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত জব্দ ও তদন্ত করে চার্জশিট প্রদান করেন।
দীর্ঘদিন মামলার বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও পুলিশের চার্জশিট মোতাবেক আ. খালেক দোষী প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী তাকে যাবজ্জীবন সাজা দেন।