অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এক তরুণ। রবিবার লাহোরে জামিয়া নাইমিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে গিলে নওয়াজ শরিফের ওপর জুতা নিক্ষেপের এ ঘটনা ঘটে। খবর সামা টিভি ও জিও নিউজের।
এই ঘটনার পর নওয়াজ শরিফের দল পিএমএল-এনের নেতাকর্মীরা ওই তরুণকে ধরে ফেলে এবং মারধর করে। ওই তরুণ এবং তার সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ জানায়, আটককৃত তরুণ ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তালহা মনোয়ার। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ তার সহযোগী আরো দুজনকে গ্রেপ্তার করেছে।
নওয়াজ শরিফ তার বক্তব্যে বলেছেন, পাকিস্তানের জন্য নাইমিয়া বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাকিস্তানকে আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তার দল কাজ করে যাচ্ছে ।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরানের খান এবং পাকিস্তান পিপলস পার্টি এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
দৈনিকদেশজনতা/ এফ আর