২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২১

শামির আইপিএল খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক:

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচে জমজমাট টুর্নামেন্ট আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলস-এর হয়ে খেলার কথা রয়েছে ভারতীয় পেসার মোহাম্মদ শামি’র। তবে স্ত্রী হাসিনার সাথে আইনি জটিলতা থাকার কারণে আদৌ তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বুধবার বোর্ডের সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ পড়েন মোহম্মদ শামি। এদিকে শামির স্ত্রী, হাসিন জাহান তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পর আইনি পদক্ষেপও শুরু করেছেন। বৃহস্পতিবারই লালবাজারে শামির বিরুদ্ধে বধূ নির্যাতন, অবৈধ সম্পর্ক ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন হাসিন জাহান। তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা পুলিশি প্রক্রিয়ার দিকেই নজর রেখেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

সূত্রের খবর, শামি দোষী প্রমাণিত হলে, আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে দলে রাখবে না। যদি দীর্ঘদিন ধরে এই পুলিশি প্রক্রিয়া চলে তাহলে শামিকে ছেড়ে দিতে পারে দিল্লি কর্তৃপক্ষ এমনটাও শোনা যাচ্ছে। শামির বিকল্প হিসেবে দিল্লি ডেয়ারডেভিলস ইশান্ত শর্মা, বরুণ অ্যারণ কিংবা অশোক দিন্দাকে নিতে পারে। শামির বিষয়ে বোর্ডের আইনি পরামর্শও নিতে পারে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১১, ২০১৮ ২:১১ অপরাহ্ণ