১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

গাজীপুরে বাবা-মেয়ের আত্মাহুতির ঘটনার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার মামলার প্রধান আসামি ফারুক হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১। গতকাল রাত ২ টার দিকে সাভারের ইসলাম নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল সারওয়ার বিন কাশেম বলেন, ‘গত ২৯ এপ্রিল গাজীপুরে ট্রেনের নিচে বাবা-মেয়ে আত্মহুতি দেয়। এতে কমলাপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুকের এ ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে।’

উল্লেখ্য, গত শনিবার ২৯ এপ্রিল সকাল ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশের আউটার সিগন্যালের কাছে বাবা ও মেয়ে এক সাথে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারায়। নিহতরা হলেন, আলীর ছেলে হযরত আলী (৪০) ও তার শিশু কন্যা আয়েশা আক্তারের (৮)।

দৈনিক দেশজনতা/ এমএম

প্রকাশ :মে ২৭, ২০১৭ ৬:০৫ অপরাহ্ণ