১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫১

মাহমুদউল্লাহর জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক:

টাইগার বোলারদের রীতিমতো গলির বোলার বানিয়ে মুড়িমুড়কির মতো চার ছক্কার ফোয়ারা ছুটিয়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ফলে বাধ্য হয়েই বল হাতে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বল হাতে নিয়েই জোড়া আঘাত হানেন লঙ্কান শিবিরে। এরপর আঘাত হানেন তাসকিন আহমেদও। আর তিনটি ক্যাচই নিয়েছেন সাব্বির রহমান। ফলে ম্যাচে কিছুটা হলেও ফিরে এসেছে বাংলাদেশ। তবে এর মধ্যেই বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে স্বাগতিক দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেটে ১৫০ রান। ৫৩ রান নিয়ে ব্যাট করছেন ওপেনার কুশল পেরেরা। নতুন ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ব্যাটিং করছেন ০ রানে।

ইনিংসের ১৪তম ওভারে বল হাতে নেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় বলেই আউট করেন বিধ্বংসী ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে। মিড উইকেটে ক্যাচটি লুফে নেন সাব্বির রহমান। তবে এর আগে ৫৭ রানের ইনিংস খেলেন মেন্ডিস। ৩০ বলে ২টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। কুশল পেরেরার সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। মেন্ডিসকে আউট করার ১ বল পর আবার আঘাত হানেন মাহমুদউল্লাহ। দাসুন সানাকাকেও একই জায়গায় সাব্বিরের ক্যাচে পরিণত করেন অধিনায়ক। পরের ওভারে বল হাতে নিয়ে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে (২) আউট করেন তাসকিন।

শনিবার আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। চার ওভারেই অর্ধশত রানের কোটা পাড় করে দলটি। এরপরও ইনিংসের পঞ্চম বলে দানুশকা গুনাথিলাকাকে ফেরান মোস্তাফিজুর রহমান। নিজের সেরা অস্ত্র কাটার দিয়েই উইকেট তুলে নেন তিনি। স্লোয়ার কাটার ঠিকভাবে বুঝতে না পাড়ায় কিছুটা আগেই ব্যাট চালান গুনাথিলাকা। ফলে বোল্ড হয়ে যান তিনি। তবে আউট হওয়ার আগে ১৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় করেন ২৬ রান।

এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। আউটফিল্ড ভেজা থাকায় শনিবার টস অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। কলম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে এদিন দুপুর থেকেই দফায় দফায় বৃষ্টি নামে। শেষবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আবার গুড়িগুড়ি বৃষ্টি নামে। ফলে আবার ঢেকে ফেলা হয় উইকেট। ১০ মিনিট বৃষ্টি শেষে থামলে সরানো হয় কভার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ৯:১৪ অপরাহ্ণ