নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার সকালে সেন্টমার্টিন সৈকতের কেয়াবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের পশ্চিম পাড়া উত্তর সৈকত সংলগ্ন কেয়াবনে অভিযান চালায়। এ সময় বনে লুকিয়ে রাখা ইয়াবা বড়ির চালানের বস্তা জব্দ করে তারা। পরে তা সিজি স্টেশনে নিয়ে গণনা করে প্রায় ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক জব্দকৃত ইয়াবা বড়ি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া জানান, বিকেলে ৫ লাখ পিস ইয়াবা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছিলেন কোস্টগার্ড সদস্যরা। এখনও সেগুলো থানায় আনা হয়নি। থানায় জমা হলে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ