১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

কাশ্মীরে প্রধান বিদ্রোহী কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক :
ভারত শাসিত কাশ্মীরে শুক্রবার (২৬ মে) রাতে নিরাপত্তা বাহিনী সাথে বন্দুক যুদ্ধে প্রধান বিদ্রোহী কমান্ডার নিহত হয়েছে। এ ঘটনার থেকে সেখানে ব্যাপক বিক্ষোভ এবং সংঘর্ষ চলছে। পুলিশ জানিয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ৪০ কি. মি. দক্ষিণে ত্রাল এলাকায় রাতব্যাপী সরকারি বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ চলাকালীন বিদ্রোহী দল হিজবুল মুজাহিদিনের প্রধান সাবজার আহমেদ ভাট নিহত হয়েছে।
১৯৮৯ সাল থেকে স্বশস্ত্র আন্দোলন শুরু হবার পর থেকে ভারত শাসিত হিমালয় এলাকার প্রধান বিদ্রোহী দল হিজবুল মুজাহিদিন। গত বছর জুলাইতে এই বিদ্রোহী দলের প্রধান বোরহান ওয়ানি ভারত বিরোধী আন্দোলনের সময় সময় নিহত হন। আহমেদ ভাট তারই উত্তরসূরী ছিলেন। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি গ্রাম ঘেরাও করে। বন্দুকযুদ্ধে বিদ্রোহী দলের অপর আরেক সদস্য নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান শেষ পাল বৈদ বার্তাসংস্থা এএফপিকে ওই দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিরাপত্তা বাহিনীর এ অভিযানের পর সেখানে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতাকে ভারত বিরোধী স্লোগান দিতে শোনা গেছে।

দৈনিক দেশজনতা/ এমএম

প্রকাশ :মে ২৭, ২০১৭ ৫:০৭ অপরাহ্ণ