১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

থাইল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত হল বাংলাদেশের। নিজেদের ওপেনিং ম্যাচে থাইল্যান্ডের জালে ৫ গোল জড়িয়েছে লাল-সবুজের দল। সারোয়ার হোসেন, জোবায়ের হাসান, মিলন হোসেন, রোমান সরকার ও মামুনুর রহমান চয়ন- প্রত্যেকে করেছেন একটি করে গোল।

শুক্রবার ওমানের রাজধানী মাসকটে প্রথম কোয়ার্টারে গোলের খাতা খোলেন সারোয়ার। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান ২-০ করেন জোবায়ের। আর তৃতীয় কোয়ার্টারে ব্যবধান ৩-০ করে ম্যাচ মুঠোবন্দি করেন মিলন। জয় একরকম নিশ্চিত হয়ে গেলেও আক্রমণে পিছপা হয়নি বাংলাদেশ। আয়েশি মেজাজের পরিবর্তে লড়াকু মনোভাব ধরে রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ কোয়ার্টারে আরও দুটি গোল আদায় করে নেন তারা। ওই ভাগে গোল করেন রোমান ও মামুনুর। এতে ৫-০ গোলের বড় জয়ে বাছাইপর্বে শুভসূচনা করে মাহবুব হারুনের দল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশের অতীত রেকর্ড দুর্দান্ত। আট দলের বাছাইপর্বে এবারও শিরোপার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে দল। বাছাইপর্ব থেকে সেরা পাঁচ দল আসছে আগস্টে ইন্দোনেশিয়ায় হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১০:০৬ পূর্বাহ্ণ