১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

আওয়ামী লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ “ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি প্রতিনিধি দল নিয়ে তদবির করতে ভারতে যাচ্ছেন” তথ্যটি জানিয়ে বলেন, ‘স্ববিরোধীতা যেন আওয়ামী লীগের বিশেষ বৈশিষ্ট্য। কথার বিপরীত কাজে তারা বিশ্বাসী। আওয়ামী লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ’ বলে মন্তব্য করেন রিজভী।
‘আমরা বিদেশীদের পরামর্শ নেই না’ ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে রিজভী এ কথা বলেন।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সেতু মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, তার (ওবায়দুল কাদের) বক্তব্য মিথ্যাচারের সকল সীমা অতিক্রম করেছে। প্রতিদিন প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে সরকারের নেতা-মন্ত্রীরা অতিথি হয়ে বক্তব্য রাখছেন। ওগুলোতে কি রাস্তা বন্ধ হয় না? সেগুলোতেতো বাধা দেয়া হচ্ছে না। কেবল বিএনপির অবস্থান বা মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেই বাধা দেয়া হচ্ছে।
‘বিএনপি রাস্তা বন্ধ করে বেআইনিভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ বাধা দিয়েছে। ৮ মার্চের ঘটনার জন্য বিএনপি নিজেরাই দায়ী’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী এসব মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ গোটা নারী সমাজের জন্য এক মূর্তিমান আতঙ্ক।
তিনি বলেন, আওয়ামী লীগের জনসভায় সিরিজ নারী লাঞ্ছনার ঘটনায় সারা দেশে ধিক্কারের ঝড় বইছে। ছাত্রলীগ-যুবলীগের কাছে এটি নতুন কিছু নয়। ছাত্রলীগ দেশজুড়ে ব্যাপক অনাচারের মধ্যে নতুন ও ন্যাক্কারজনকভাবে সিরিজ নারী লাঞ্ছনার ঘটনা ঘটাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে লোক দেখানো বিচারের কথা বললেও ওবায়দুল কাদের সাহেব বলেছেন- “সমাবেশের বাইরে সংঘটিত এ ধরনের ঘটনার দায় নেবে না দল” উল্লেখ করে রিজভী বিষ্ময় প্রকাশ করে বলেন, তাহলে কি ওবায়দুল কাদের সাহেব অপরাধের বিচারের পরিবর্তে নারী লাঞ্ছনাকারীদের আরো উৎসাহিত করছেন? এই ঘটনায় দেশের সম্ভ্রম লুন্ঠিত হলেও আওয়ামী নেতাদের টনক নড়ছে না।
রিজভী জানান, ‘শুক্রবার নয়াপল্টন কার্যালয়ের নিচ তলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারাবন্দী দিবস উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে জাতীয়তাবাদী কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট এবং জাতীয়তাবাদী ওলামা দল নেতা মিজানুর রহমান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।
রিজভী বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বর্তমানে ভীষণ অসুস্থ হওয়া সত্বেও তাকে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে।
তিনি বলেন, ঢাকা মহানগর কামরাঙ্গীর চর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সায়েমকে বৃহষ্পতিবার সন্ধ্যায় পুলিশ তার বাসা থেকে গ্রেফতার করে পেটাতে পেটাতে থানায় নিয়ে যায়। আইনানুযায়ী তাকে কোর্টে হাজির করার কথা, কিন্তু এখনও পর্যন্ত তাকে কোর্টে হাজির করা হয়নি। তাকে আদালতে হাজির না করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। তার ওপর চালানো হয়েছে নিষ্ঠুর নির্যাতন।
বাবু ও রাজের পরিবারকে ফোনে সান্তনা দিয়েছেন তারেক:
বিএনপির অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতার ছাত্রদল ঢাকা উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজের পরিবারকে সান্তনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডন থেকে রাজের পরিবারকে ফোন করেন তিনি। রাজের স্ত্রী ও সন্তানের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ-খবর নেন। বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে বলেছেন, জানান রিজভী।

তিনি জানান, এর আগে বুধবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পরিবারকে ফোন করে সান্তনা দেন তারেক রহমান। বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইনকে ফোন দিয়ে শফিউল বারী বাবুর খোঁজ-খবর নেন তারেক রহমান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৯, ২০১৮ ১০:০২ অপরাহ্ণ